এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনাল এলাকার কলোনীতে আলেয়া বেগম (২২) নামের এক গৃহবধুকে কুপিয়ে আহত করেছে তার স্বামী ও ননদ। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত সুত্র জানায়, ওই এলাকার মৃত ইরফান আলীর পুত্র ফজল মিয়ার সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফজল ও তার বোন আলেয়াকে যৌতুকের জন্য নির্যাতন করে। গতকাল ওই সময় তাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আলেয়ার অবস্থা আশংকাজনক দেখে স্বামী আত্মগোপন করে।