এম এ আই সজিব ॥ জাল ভোট দেয়াকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের খন্দকার মহল্লা কেন্দ্রে আজ দুপুরে নৌকা ও ধানের শীর্ষ প্রতিকের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৪ জন আহত হয়। এতে প্রায় ২০ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে পুলিশ বিজিবি ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় নির্বাহী ম্যাজিস্টেট রায়হানুল হারুন সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে কেন্দ্রে সাংবাদিকদের নিষেধাজ্ঞা জারি করেন।
বানিয়াচং উপজেলার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭২ জন, সাধারণ সদস্য পদে ৭শ’৯৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১শ’৭০ জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। মোট ভোটকেন্দ্র ১শ’২১ টি। মোট ভোটার ১ লাখ ৯০ হাজার ৭শ’ ৬৫ জন।