প্রেস বিজ্ঞপ্তি ঃ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউপি’র ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হিমু চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা বিএনপি’র উদ্যোগে এক জরুরী সভায় উপজেলা নেতৃবৃন্দের বিরুদ্ধে আপত্তিকর ও আশালীন আচরণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হিমুকে বিএনপির প্রাথমিকপদসহ সকল পদ থেকে বহিষ্কারের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, যুগ্ন-সাধারণ সম্পাদক খাইরুল আলম, আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক শামছুল হক তালুকদারসহ উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ ও ১০টি ইউনিয়নে বিএনপি’র সভাপতি/সাধারণ সম্পাদক।
উপরদিকে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের জন্য ৫ জনকে কারনদর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তারা হলেন, গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, যুগ্ন সম্পাদক দরবেশ মিয়া, সদস্য আঃ জাহির রঙ্গু মিয়া, সদস্য প্রভাষক আব্দুল হমিদ তালুকদার ও জহিরুল ইসলাম চৌধুরী।