চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটে স্বামীকে ২য় বিয়ের অনুমতি না দেয়ায় স্ত্রীকে মারধর করেছে স্বামী। জানা যায়, উপজেলার ফান্দ্রাইল গ্রামের সৌদি প্রবাসী আঃ হাই ছগির গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় তার স্ত্রী আলেয়া আক্তার (৩২)কে ২য় বিয়ের অনুমতি দেয়ার জন্য বলে।
কিন্তু তার স্ত্রী আলেয়া ২য় বিয়ের অনুমতি না দেয়ায় ক্ষীপ্ত হয়ে ছগির তার স্ত্রীকে মারধর করে ঘরে আটক করে রাখে। খবর পেয়ে চুনারুঘাট থানার এস আই হারুন আল রশীদসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলেয়াকে উদ্ধার করে থানায় নিয়ে। পরে আলেয়ার পিতা ছাদেক মিয়ার জিম্মায় তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। প্রায়ই ছগির ২য় বিয়ের অনুমতি এবং যৌতুকের জন্য তার স্ত্রী আলেয়াকে নির্যাতন করত।
উল্লেখ্য যে, বিগত ২০০৪সালে উপজেলার বাসুল্লা গ্রামের ছাদেক মিয়ার মেয়ে আলেয়ার সাথে ফান্দ্রাইল গ্রামের আঃ হাই ছগিরের সাথে বিয়ে হয়। তাদের সংসারের ২ছেলে ও ১মেয়ে রয়েছে।