মাধবপুর প্রতিনিধি॥ বহুল প্রচারিত অনলাইন পত্রিকা এন,বি,এস ( NEWS BROADCASTING SERVICE) মাধবপুর প্রতিনিধি নিয়োগ পেলেন আবুল হাসান ফায়েজ।
২১ডিসেম্বর ২০১৬ইং থেকে তার এ নিয়োগ কার্যকর হয়েছে বলে এনবিএস থেকে এক পত্রে তাকে জানানো হয়েছে।
আবুল হাসান ফায়েজ স্থানীয় অনলাইন পত্রিকা ও প্রিন্ট পত্রিকায় নিষ্ঠার সাথে কদায়িত্ব পালন করছেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন।