এম এ আই সজিব,হবিগঞ্জ প্রতিনিধি : দেশে নারীদের জন্য নিরাপত্তা দিনকে দিন আরো কঠিন হয়ে যাচ্ছে? হত্যা, খুন, ধর্ষণ, এসিড সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুকসহ বিভিন্ন ধরনের নারী নির্যাতনের প্রকাশিত প্রতিবেদন পর্যবেক্ষণ করে এমন বাস্তবতা ফুটে উঠেছে।
হত্যা/আত্যহত্যাঃ মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের গত ছয় মাসে হবিগঞ্জে প্রতিবেদনে দেখা যায়, বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গত ছয় মাসে ২৩ জন নারীকে হত্যা/আত্যহত্যা করেছে। তবে অনেকের ধারণা এ সংখ্যা আরো অনেক বেশি হতে পারে।
কারণ, উল্লেখিত ২৩ জন হত্যার রিপোর্ট কোনো না কোনো গণমাধ্যমে এসেছে।
ধর্ষণের ঘটনা ঃ শুধু তাই নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১১ জন নারীকে। আর ধর্ষণের চেষ্টা করা হয়েছে প্রায় ৩৪ জনকে। যৌতুকের ঘটনাও বেড়েই চলছে। গত ৮ মাসে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ৭২ জন নারী। গত বছরের জানুয়ারি থেকে ২০১৬ ইং ফেব্র“য়ারী পর্যন্ত যৌতুকের কারণে যে খুন হয়েছে তা নির্দিষ্ট করে বলা অসম্বব।
সমাজে শিক্ষার হার বাড়ছে, কিন্তু কমছেনা যৌতুক কিংবা বাল্যবিবাহের হার। এ সময়ের মধ্যে বাল্যবিবাহের শিকার হয়েছেন ১৭ জন।
এখনই এর লাগাম টেনে ধরা না গেলে, অদূর ভবিষ্যতে এর সুফল নয় কুফল আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করছেন সমাজের সচেতন মহল।