স্টাফ রিপোর্টার ॥ ধর্ষণের চেষ্টা ও অপহরণের অভিযোগে পোদ্দার বাড়ি এলাকার শামীম আহমেদ স্বপন (৩৫) নামের কথিত সিএনজির এক শ্রমিক নেতার বিরুদ্ধে মামলা দায়ের।
মামলার বিবরণে জানা যায়, পোদ্দার বাড়ি বহুলা এলাকার নানার বাড়িতেই থাকত মৃত আব্দুল কাদিরের পুত্র কথিত সিএনজির এক শ্রমিক। কিছুদিন আগে স্বপনের সাথে পরিচয় হয় নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা এলাকার মনু মিয়ার সাথে।
এ সুবাদে স্বপন তার বাড়িতে আসা যাওয়া করে। এক পর্যায়ে তার সুন্দরী স্ত্রী সুমনা আক্তার (২০) এর কুনজর পড়ে তার। প্রায়ই তাকে সে উত্যক্ত করতো। শুধু তাই নয়, সে নিজেকে শ্রমিক নেতা বলে পরিচয় দিত। যদি সুমনা তার কথা না শুনে তাহলে মনুকে চাকুরিচ্যুত করবে। সম্প্রতি কেউ বাড়িতে না থাকার সুযোগে সুমনাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্ঠা চালায়।
এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে স্বপন পালিয়ে যায়। এ ব্যাপারে বুধবার সকালে সুমনা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে স্বপনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও অপহরণের মামলা করে।