এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের জজ কোর্ট এলাকা থেকে সানোয়ার আলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ২০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সে মাধবপুর উপজেলার সমজদিপুর গ্রামের মৃত মজিদ আলীর পুত্র। বুধবার দুপুরে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিদর্শক শাহ আলমের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় জজকোর্টের প্রধান ফটকের রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক সানোয়ার আলীর বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। জানা যায়, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।