চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নস্থ গোছাপাড়া গায়ের ইমাম আহমদ রেযা শাহ শামছুদ্দি আখঞ্জী (রহ:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর ১৬ইং পালিত হয়েছে শ্রীমঙ্গলের বি ডি আর আই, চিড়িয়াখানা ও লাউয়াছড়া নামক স্থানে এ শিক্ষা সফর পালন করেন।
২০ই এপ্রিল রোজ বুধবার সকাল ৯ টায় মাদ্রাসার সহকারী শিক্ষক মাও: ওমর ফারুক চৌধুরীর পরিচালনায় শিক্ষা সফরের উদ্দেশ্যে রওয়ানা করেন মাদ্রাসার মাঠ প্রাঙ্গন থেকে।
উক্ত শিক্ষা সফরে উপস্থিত থেকে অংশ গ্রহন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপার মাও: শাহ্ জালাল আহমদ আখনজী, সহ-সুপার মাও: মুফতি মিজানুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস, মাও: আব্দুল গণি, মাও: আব্দুল হাফিজ, সহকারী শিক্ষীকা খায়রুন্নেছা, লাইজু আক্তার, রুমানা ইয়াছমিন, মাও: আব্দুল আলী, মোস্তফা কামাল, মাও: শাহীদ উদ্দিন আখনজী , এম এস জিলানী আখজী ও মাদ্রাসার ছাত্র/ছাত্রী।
দুপুরের খাবারের পর চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতীর বন্যপ্রাণী , বি ডি আর আইতে নয়নাভিরাম দৃষ্যগুলো দেখে , লাউয়াছড়াতে বাংলো, বন গবেষনা কেন্দ্র সিলভিকালচার রিসার্চ বিভাগ এবং বিভিন্ন প্রজাতীর বৃক্ষগুলো দেখেন ও পরিশেষে বধ্যভূমির শহীদ বীরদের শাহীত স্থানগুলো পরিদর্শন করে মোনাজাতের মাধ্যমে শিক্ষা সফরের সমাপ্তি ঘটে।