উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ গত মঙ্গলবার দিবাগত মধ্য রাতে নবীগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে শিলা বৃষ্টিতে বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক ঘরবাড়ী ও প্রায় ৩ শতাধিক হেক্টর পাকা বোরো ধান লন্ডভন্ড হয়েছে। এ ঘটনায় সাধারন মানুষ কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। এ ছাড়া ও প্রচন্ড ব্রজপাতের ফলে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্থ হয়ে পড়ে।
বিভিন্ন এলাকায় গিয়ে খোজ নিয়ে জানাযায়, ওই দিন রাত সাড়ে ১২ টার পর উপজেলার সদর ও বিভিন্ন ইউনিয়নসহ পানিউমদা ইউনিয়নের কয়েকটি গ্রাম ও কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কয়েকটি গ্রামে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়। কোন ঝড় কিংবা বৃষ্টি ছাড়াই শুধু শিলাবৃষ্টি পড়ে এতে সংশ্লিষ্ট এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তবে শিলাবৃষ্টি আকার খুব বড় ধরনের হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় প্রচুর পরিমানে ব্রজপাতের ঘটনা ও ঘটে। এতে ২ টি ইউনিয়নের অন্তত কয়েক শতাধিক টিনের ঘরবাড়ী টিনের চালা ফুটো হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
প্রায় ৩ হেক্টর পাকা জমির ফসল বিনষ্ট হয়ে যায়। প্রচুর বর্জপাতে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্থ হয়ে পড়ে। প্রায় ১৬ ঘন্টা বিদ্যুতবিহীন থাকার পর বিকেল ৫টার দিকে শুধু পৌর এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। জরুরী ভিত্তিতে ওই ক্ষতিগ্রস্থ এলাকায় সরকারী সহায়তার দাবী জানিয়েছেন স্থানীয় লোকজন।