এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর কুরি হাটি এলাকায় পুর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় লিটন কুরি (৩২), মিঠু কুরি (২৫), টিটু কুরি (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহত সুত্রে জানা যায়, ওই এলাকার জুয়েল কুরির সাথে লিটন কুরির বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাত ১১টার দিকে জুয়েল কুরি, রুবেল, সজুন, নিলু কুরিসহ একদল লোক লিটন কুরির বাড়িতে হামলা চালায়। এ সময় উভয়পক্ষে সংঘর্ষ হয়।