বিশ্বনাথ (সিলেট ) প্রতিনিধি : এবারের প্রাথমিক বিদ্যালয় (পিএসসি) সমাপনী পরীক্ষায় বিশ্বনাথের মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের ৯ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃক্তি লাভ করেছে।
বৃত্তিপ্রাপ্তরা হলো- আব্দুল গফ্ফার সাকিব, কাজী সাফওয়ান হোসেন, ফাহিমা রহমান শারমিন, জেসমিন সুলতানা চাঁদনি, তাহমিনা ইয়াসমিন সুলতানা, সত্ত্বা দেব জেসি, উম্মে জেমিমা, আমিনা আক্তার মুক্তা ও সামিরা বেগম।
এবারের প্রাথমিক বিদ্যালয় (পিএসসি) সমাপনী পরীক্ষায় ৩২জন শিক্ষার্থী অংশগ্রহন করে ১১টি এ প্লাস সহ সকলইে কৃতিত্তের সাথে উত্তীর্ণ হয়।
এই কৃতিত্বপূর্ন ফলাফলে মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. মনোয়ার হোসেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলেন,এ প্রতিষ্ঠানটি প্রতিবছর ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এই কৃতিত্বপূর্ন ফলাফল অর্জনের পেছনে রয়েছে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিদের আন্তরিক প্রচেষ্ঠা, নিঃস্বার্থ ও নিরলস পরিশ্রমের মনোভাব।