সৈয়দ শাহান শাহ্ পীর॥ আসন্ন বর্ষা মৌসুমে সুতাং এবং শায়েস্তাগঞ্জের বিভিন্ন হাট বাজারগুলোতে মারাত্মক জলাবদ্ধতার আশংকা করছেন স্থানীয় লোকজন। হবিগঞ্জ সদর উপজেলার সুতাং শাহজীবাজার, কেসবপুর বাজার, পুরাইকলা বাজার, বাছিরগঞ্জ বাজার সাধুরবাজার ও উচাইল বাজার এবং শায়েস্তাগঞ্জের হাট- বাজার গুলোতেও আসন্ন বর্ষা মৌসুমে মারাত্মক জলাবদ্ধতার আশংকা রয়েছে।
উল্লেখিত বাজার গুলোতে ছোট বড় ড্রেন আছে। কিন্তু বাজারের চাহিদা অনুযায়ী ড্রেন খুবই অল্প-সল্প। তাতেও আবার স্ল্যাব নেই। ড্রেনগুলোতে ময়লা আর্বজনা, নর্দমার সৃষ্টি হয়েছে। এতে বৃষ্টি বাদলের দিনে পানি জমে বাজারগুলোতে মারাত্মকভাবে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশংকা করছেন স্থানীয়রা। তাই সংশ্লিষ্ট কৃর্তপক্ষ এব্যাপারে নজর দিন।