সৈয়দ শাহান শাহ্ পীর॥ সুতাংয়ে আবারো সেই পুরোনো চিত্র, লোডসেডিং। সকাল, দুপুর, বিকাল, রাত ও ভোরে লোডসেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সুতাং এলাকবাসী। কখনো এক ঘন্টা, কখনো বা দুই, তিন, চার ঘন্টা পর্যন্ত লোডসেডিং চলতে থাকে। সাথে সাথে বিদ্যুতের ভেলকিবাজিও চলে। এখন বিদ্যুৎ গ্রাহকদের আলোচিত বিষয় এবং প্রধান চিন্তা ভাবনা হচ্ছে বিদ্যুৎ নিয়ে। এটাই এখন আলোচনার বিষয় বস্তু। আর কতদিন এরকম থাকতে হবে? সুতাং এলাকার পূর্ব-পশ্চিম সন্নিকটে একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং হবিগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি থাকা সত্বেও লোডসেডিং এর কবলে পড়ে সুতাংবাসী মানবেতর জীবনযাপন করছে দিবারাত্রি।মনে হয় যেন বিদ্যুতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত এলাকার গ্রাহকদের সাথে খামকিয়ালীপনায় লিপ্ত হচ্ছে কি না প্রশ্ন উঠেছে। অন্যদিকে সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্যই কি বিদ্যুৎ লোডসেডিং দিচ্ছে?