হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দার বাড়ি এলাকায় টমটম ও সিএনজি অটোরিক্সা সংঘর্ষে কারারক্ষী মাহবুব মিয়া (৩৫) আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ জেলা কারাগারের বাহিরের ক্যান্টিনের দায়িত্বপ্রাপ্ত কারারক্ষী মাহবুব মিয়া হবিগঞ্জ শহর থেকে টমটম বোঝাই ক্যান্টিনের মালামাল নিয়ে যাওয়ার সময় ওই স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা টমটমকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে সিটকে পড়ে আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ রিপোর্ট লেখা পযন্ত কারাগারের কোন উর্ধ্বতন কর্মকর্তা তাকে দেখতে আসেননি। কিংবা খবরাবর নেননি বলে জানিয়েছেন মাহবুব।