চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় ইউনিয়নের বড়কোটা বাজারে উবাহাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আলহাজ্ব এমএ মালেকের পরিচালনায় ও উবাহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমএ ছোবহানের সভাপতিত্বে বর্তমান চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর সমর্থনে প্রথম নির্বাচনী সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী ও দুর্গাপুর বাজার কমিটির সেক্রেটারী আলহাজ্ব এমএ ছাত্তার, আবুল কালাম মাষ্টার, মনোহর আলী মাষ্টার. আঃ ওয়াহেদ তরফদার, সাবেক চেয়ারম্যান সওদাগর সাহেবের ছেলে বাবুল মিয়া, ইউনুছ মিয়া, নানু মিয়া, আঃ মালেক, তৈয়ব আলী ড্রাইভার, আলহাজ্ব আঃ শহিদ আড়ৎদার, আবু মিয়া সরকার, মোঃ দিদার আলী, আঃ আহাদ চৌধুরী লিটন, দুর্গাপুর আলোর পথে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রাজা মিয়া, ফিরুজ আহম্মদ দেওয়ান সরকার, আরব আলী, দুলু মিয়া, সিতু মিয়া, অলিউর রহমান, বিশিষ্ট শিল্পপতি লুৎফুর রহমান, মোঃ চুনু মিয়া, জুলমত খান, সাবেক ইউপি সদস্য ফরিদ আহম্মদ, আলহাজ্ব রমজান লন্ডনী, কাঞ্চন তালুকদার, তাজুল ইসলাম, অনু মিয়া, চান মিয়া, মিন্নত মিয়া, আইয়ুব আলী, কামরুল হাসান আলী মিয়া, নুরুল ইসলাম, উবাহাটা ইউনিয়ন ছাত্রদল সভাপতি কামাল উদ্দিন, সোহেল আহমেদ তালুকদার, পারভেজ হোসেন, ওয়াহিদ মিয়া, হেলাল উদ্দিন প্রমুখ।
এই সভায় বড়কোটা বাজারে ইউনিয়নের প্রত্যেক গ্রামের জনগণ উপস্থিত থেকে এজাজ ঠাকুর চৌধুরীর পারিবারিক ঐতিহ্য, বিগত ৫বছরের সফল কৃত কর্মের মুল্যায়ন করে এবং দলমত নির্র্বিশেষে এক সুরে বলেন আমরা বর্তমান চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরৗকে আগামী নির্বাচনের আবারও জয়যুক্ত করে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।