এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের যৌতুকের জন্য শশুর-শাশুরি ও ননদের হামলায় একগৃহ বধু ও তার পুত্র সন্তান সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
রবিবার সকালে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের আলাই মিয়ার পুত্র দুলালের সাথে ৩ বছর পূর্বে মির্জাপুর গ্রামের রেজ্জাক মিয়ার কন্যা রুনা আক্তারের (২২) সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের কুলজুড়ে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে।
সম্প্রতি দুলাল দুবাই চলে যায়। এদিকে রুনাকে একা পেয়ে স্বশুর আলাই মিয়া স্বশুরি আলেসা বেগম ও ননদী রিনা আক্তার যৌতুকের জন্য রুনার উপর নির্যাতন চালায়। শত নির্যাতন সহ্য করেও রুনা গরিব পিতার দিকে তাকিয়ে সংসার করে। গতকাল ওই সময় উল্লেখিতরা পুনরায় যৌতুকের জন্য রুনাকে মারপিট করে হত্যার চেষ্টা চালায়। বিষয়টি রুনা তার পিতা রেজ্জাককে ফোনে জানালে তার পিতা স্থানীয় লোকজন নিয়ে রুনা ও তার সন্তানদের কে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করে। ঘটনার পর থেকে স্বশুর আত্মগোপন করেছে বলে জানা গেছে।