এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর থানার পুলিশ চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা ও সাজাপ্রাপ্ত চার আসামী কে আটক করেছে।
আটককৃতরা হল ঃ- আটকৃতদেও মধ্যে সাজা প্রাপ্তরা হল সদর উপজেলার রাজিউড়া গ্রামের মৃত ওয়ারিশ উল্লাহর পুত্র বাচ্চু মিয়া (৪০) তার ভাই আব্দুল আওয়াল (৩৫), রাজু মিয়া (৩৮) এবং মারামারির মামলায় গ্রেফতারী পরোয়ানা সদর উপজেলার শংঙ্করপাশা গ্রামের মৃত মাজুম হোসেনের পুত্র মনির হোসেন (৫৫) ও কাউছার মিয়া (৩০)। গত শুক্রবার ভোর রাতে সদও থানার অফিসার ইনচর্জ মোঃ নাজিম উদ্দিনের এর নেতৃত্বে এস আই মিজানুর রহমান, এস আই পার্থ রজ্ঞন চক্রবর্তী, এ এস আই নুরে আলম ও এ এস আই আকতারুজ্জামান, এ এস আই আব্দুল লতিফএর, নেতৃত্বে একদল পুলিশ সাড়াশি অভিয়ান চালিয়ে তাদেরকে আটক করে।
এব্যাপাওে সদও মডেল থানা অফিসার ইনচার্জ জানান, ইদানিং কালে কয়েকটি নিশংষ ঘটনায় হবিগঞ্জের নাম খুবই খারাপ ও লজ্জা জনক হয়ে উঠেছে। তাই আমাদেও এই অভিযান প্রতিদিনই থাকবে। এবং হবিগঞ্জকে আবারও শন্তিও শহর হিসেবে গড়ে দেখাব।