নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে জুয়ার খেলার টাকা না দেয়ায় পিতা-মাথাকে মারধোর করায় স্থানীয় জনতা কুলাঙ্গার পুত্রকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাসা ইউনিয়নের বং শিবপাসা গ্রামের সামছু মিয়ার কুলাঙ্গার পুত্র শাহাব উদ্দিন (২৫) গত শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় জুয়া খেলার টাকার দেয়ার জন্য তার পিতা-মাথাকে চাপ প্রয়োগ করে, তারা টাকা দিতে অনিহা প্রকাশ করলে কুলাঙ্গার শাহাব উদ্দিন উত্তেজিত পিতা- মাথাকে বেধর মারপিট করতে থাকে ।
তাদের আর্থচিৎকারে আশপাশের লোকজন তাদেরকে কুলাঙ্গারের হাত থেকে উদ্ধার করে, কুলাঙ্গার শাহাব উদ্দিনকে আটক করে স্থানীয় শিবপাসা পুলিশ ফাঁিড়তে পুলিশের নিকট সোর্পদ করে। অসহায় পিতা সামছু মিয়া বাদী হয়ে কুলাঙ্গার পুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।