এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার কাকিয়ারআব্দা, লাখাই উপজেলার বুল্লা ও ভাদিকারা গ্রামে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার কাকিয়ারআব্দা গ্রামের কৃষক আবিদ আলী (২২), লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের রমজান আলী (৩৮) ও একই উপজেলার ভাদিকারা গ্রামের শফিকুল আলম (৩০)। নিহতদের মধ্যে রমজান আলী লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন যুবলীগ সভাপতি।
শনিবার (১৬ এপ্রিল) বেলা দেড়টায় বজ্রসহ বৃষ্টির সময় উপরি উক্ত ৩ জনের অপমৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়- শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছিল।
বেলা দেড়টায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় নিহত কৃষক আবিদ আলী গুঙ্গিয়াজুরী হাওরে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যুবলীগ নেতা রমজান আলী এবং শফিকুল আলম তাদের বাড়ির পাশের হাওর থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
লাখাই থানার অফিসার ইনচাজ (ওসি) মোজাম্মেল হক এবং হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন বজ্রপাতে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।