এম এ বাছির রাজা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মুহিবুল্লাহ-নূরবানু ফাউন্ডেশন উদ্যেগে বিরামচর গ্রামে গত বৃহস্পতিবার সকালে বর্ষ বরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
মুহিবুল্লাহ-নূরবানু ফাউন্ডেশন সভাপতি আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিরামচড়ের কৃতি সন্তান উপ সচিব আব্দুল হাই আল মাহমুদ। তিনি বলেন দেশের উন্নয়নের জন্য আমাদের প্রজেটিভ চিন্তা ধারনার প্রয়োজন। কারন আমরা যারা বাংলাদেশী,তারা কখনও কোন কিছু আপন করে নিতে পারি না। আমরা বলি আমার,তোমার,তার। আর জাপানীরা বলে আমাদের,সব কিছু আমাদের। বলা হয়, যদি জাপানীরা বাংলাদেশে চলে আসে, তা হলে ছয় মাসের মধ্যে বাংলাদেশটা জাপান বানিয়ে ফেলবে। জাপানীরা সব সময় প্রজেটিভ চিন্তা করে। এ জন্যই তাদের দেশ ততটা উন্নত।
মুহিবুল্লাহ-নূরবানু ফাউন্ডেশনের আজীব সদস্য আব্দুল হাই আল মাহমুদ বলেন মুহিবুল্লাহ আমার দাদা ছিলেন। ব্যক্তি জীবনে তিনি একজন প্রগতিশীল লোক ছিলেন। তিনি বলেন আগামীতে এ সংঘটনের উদ্যেগে গ্রামের বিনামূলে চিকিৎসার ক্যাম্প করা হবে। এ সংঘটনটি বিভিন্ন সহযোগিতা মূলক কাজ করে যাবে।
এ সময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক,নারী উদ্যেক্তা শ্রীমঙ্গল জুলেখানগর চা বাগানের মালিক ও ব্যবস্থাপক সৈয়দা গুলশান আরা দীবা,কাউন্সিলর সায়েদুর রহমান,সংঘটনের উপদেষ্টা হাবিবুল ইসলাম,আলহাজ্ব মোক্তার হোসেন প্রমূখ।
মুহিবুল্লাহ-নূরবানু ফাউন্ডেশন সহ সভাপতি ফয়সল আহমেদ ও নোমান আহমেদের সঞ্চালনায় শোভেচ্চা বক্তব্য রাখেন নাদিয়া নওরিন দিনা।
আলোচনা সভা শেষে পান্তা ভাত আর ইলিশ ভাজা,সুটকি বর্তাসহ নানা ধরনের পিঠা পুলি ও ফল মূল দিয়ে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করেন মুহিবুল্লাহ-নূরবানু ফাউন্ডেশন সদস্যরা।