স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জহ সরকারী বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করার অভিযোগে ৩ যুবককে আটককে করেছে পুলিশ। আটককৃতরা হল বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের আব্দুল করিমের পুত্র আবুল বাশার (১৮), সদর উপজেলার কাশিপুর গ্রামের রজব আলীর পুত্র রকিবুল ইসলাম (১৯), উমেদনগর গ্রামের মৃত আবুল বাশারের পুত্র শিপন মিয়া (২২), আবু তালেবের পুত্র আবুল হাসান (২১) ও কিশোর গঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার জিন্নত পুর গ্রামের নুরুল ইসলামের পুত্র জহিরুল ইসলাম (১৯)।
গত বৃহস্পতিবার পহেলা বৈশাখ দুপুরে সদর থানার এসআই সুমন হাজরার নেতৃত্বে একদল পুলিশ ওই স্কুলে অভিযান চালিয়ে প্রধান ফটক থেকে তাদের কে আটক করে। এদের মধ্যে ৩ জন মাদ্রাসার ছাত্র। তারা বহুলা এলাকা একটি ম্যাচে থেকে আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করে আসছে। সাংবাদিকদের আক্ষেপ করে জানায়, পহেলা বৈশাখের দিন একটু আনন্দ ফুর্তি করতে আসছিলাম। তবে জানতাম না মেয়েদের স্কুলে যাওয়াটাই আমাদের অপরাধ।
আর এই অপরাধের কারণেই আমরা পুলিশের কাছে বন্দি হলাম। মানও গেল কুলও গেল। ওসি নাজিম উদ্দিন জানান, ছেলেদের বিয়ের বয়স হয়েছে। অভিভাবকদের কে বলে দিব যেন তাড়াতাড়ি তাদেরকে বিয়ে দেয়।