স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সাংবাদিক শফিউল আলম সেলিম (৪৫) সড়ক দুর্ঘটনায় ঢাকায় নিহত হয়েছেন। তিনি শহরের রাজনগর কবরস্থান এলাকার বাসিন্দা। তিনি রাজনগর এলাকার মৃত আব্দুর রহিমের পুত্র।
গত ১৩ই এপ্রিল দিবাগত রাত ৩টার সময় একটি মোটর সাইকের যোগে তিনি সাভারের যাওয়ার পথে পিছনের দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাক চাপা দিলে মোটর সাইকেল টি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সেলিম।
ঘটনার পরই ঘাতক ট্রাক পালিয়ে যায়। সেলিম ঢাকা মহানগর সাংবাদিক সংস্থার সদস্য ও জাতীয় আজকের সুর্যদয় পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। তার মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে আসে। গত ১৪ই এপ্রিল রোজ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রাজনগর কেন্দ্রীয় মসজিদে জানাযা শেষে কবরস্থানে দাফন করা হয়। তিনি ২ বছর ধরে ঢাকায় বসবাস করে সাংবাদিক পেশায় নিয়োজিত ছিলেন।