এম এ আই সজিব ॥ শায়েস্তাগঞ্জে সিলেটের সাগরিকা পরিবহনের একটি গাড়ি সমিতির নিয়ম অমান্য করে যাত্রী নেয়ার জের ধরে হবিগঞ্জ বিরতিহীন গাড়ির ড্রাইভার হেলপারসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে সিলেট বাস শ্রমিকরা। ঘটনা ঘটেছে বুধবার দুপুরে।
আহত সূত্রে জানা যায়, সকাল ৮ টায় ঢাকা থেকে ছেড়ে আসা সাগরিকা পরিবহনের সিলেট যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় এসে বাস মালিক সমিতির নিয়ম অমান্য করে যাত্রী উঠায় এসময় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের দায়িত্বরত সমিতির চেকার নিষেধ করে।
এক পর্যায়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয় এবং হাতাহাতি হয়। এর জেরে বিকেলে সিলেট বাস ষ্টেশন থেকে একটি বিরতিহীন গাড়ি যাত্রী নিয়ে হবিগঞ্জে উদ্দেশ্যে রওয়ানা হয়ে কদমতলী এবং ব্রাদার্স ফিলিং স্টেশনের কাছে আসা মাত্র সিলেট সাগরিকা, সুরমা, মিতালি পরিবহনের অন্তত ৫০/১০০ শ্রমিক লাঠিসুঠা নিয়ে হবিগঞ্জ বিরতিহীন গাড়ির উপর হামলা চালায়। এসময় বাসের চারজন স্টাফকে পিটিয়ে গুরুতর আহত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুনায়েদ আহমেদ (৩৫), কৃষ্ণ দাস (৩৫), আব্দুল মতিন খান (৩৬), সেবুল মিয়া (২৬) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এনে ভর্তি করা হয়।
খবর পেয়ে হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সহিদুল হক এবং সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন সদর হাসপাতালে যান। এবং তাদেরকে সঠিন বিচারের আশ্বাস দেন। বর্তমানে এই রিপোর্ট লেখা পর্যন্ত হবিগঞ্জ জেলা সিলেট এক্সপ্রেস এর মালিক এবং শ্রমিক এর নেতৃবৃন্ধ মিটিং করছেন। এব্যাপারে হবিগঞ্জ-সিলেট লাইনের কর্যকরী কমিটির সদস্য মোঃ আনুয়পারুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করেলে তিনি জানান, আগামী কাল থেকে তাদের গাড়ি বন্ধ থাকবে তবে অনির্দীষ্ট কালের জন্য কিনা জানতে চাইলে তিনি জানান, এ বিষয়টি সভা শেষে জানানো হবে।