এম এ আই সজিব ॥ সারা দেশের ন্যায় চুনারুঘাটেও শক্তিশালী ভুমিকম্প অনুভুত হয়েছে। বুধবার সন্থ্যা ৭টা ৫৫ মিনিটে এ ভুমিকম্প অনুভুত হয়।
ওই ভুমিকম্পের সময় তাড়াহুড়ো করে ভবন থেকে বের হতে গিয়ে চুনারুঘাটের বাগবাড়ি মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান (১০) আহত হয়।
তাকে তাৎক্ষনিক চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসক জানান,হাবিবুর রহমান আতংকগ্রস্থ হয়ে মুর্ছা গিয়েছিলো। এদিকে চূড়া ভেঙ্গে পড়েছে
শক্তিশালী ভুমিকম্পে আমুরোড হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক নুসরাত বিল্লাহ’র বসত ঘরের দেয়ালে ফাটল দেখা দেয়।
অপর দিকে আজমিরীগঞ্জে ভূমিকম্পে প্রয়াত কালীবাবুর বাড়ির সমাধি মঠের চূড়া ভেঙ্গে পড়েছে। ভূমিকম্পে আজমিরীগঞ্জ পৌর এলাকার প্রয়াত কালীবাবুর বাড়ির সমাধি মঠের চূড়া ভেঙ্গে পড়েছে।
জানাযায়, সারা দেশের ন্যায় সন্ধ্যা ৭ টা ৫৬ মিনিটে আজমিরীগঞ্জে ভূ-কম্পন অনুভূত হয়।কয়েক সেকেন্ডের ভূমিকম্পে এলাকার কাঁচা,পাকা বাড়িঘর কেঁপে উঠে।ওই সময় বাজারের ব্যবসা প্রতিষ্টান সহ গ্রামের বাড়িঘরের ভিতর থেকে আতংকে লোকজন রাস্তায় বেড়িয়ে আসে।সনাতন ধর্মাবলম্বিনী নারীরা ওলুধ্বনি দিতে থাকে।এ ছাড়া সবাই সৃষ্টিকর্তার নাম নিতে শুনা যায়।এদিকে পৌর এলাকার আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজের সামনে প্রয়াত কালী প্রসন্ন চৌধুরী, কালীবাবুর বাড়ির স্বর্গীয় নকূল চন্দ্র চৌধুরীর সমাধির উপর নির্মিত মঠের চূড়া ভেঙ্গে রাস্তায় পড়ে।ওই সময় মোবাইল নেটওয়ার্ক সাময়িক ভাবে বন্ধ থাকে।
উল্লেখ্য, মার্কিন গবেষণা সংস্হা -বাইওলজিক্যাল সার্ভে ইউ,এস,জি,এস জানায়,ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল, ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে মায়ানমারের মাওলাইক শহর থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভারত মিয়ানমার সীমান্ত এলাকায়।রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল,৬ দশমিক ৯।