উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকে ঃ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের সনাতন ধর্মলম্বীদের ১৮ শতক দেব উত্তর ভূমি পুনঃরায় ফিরে পাওয়ায় গ্রামের সনাতন ধর্মলম্বীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
বোধবার সকালে বাউসা গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ কাউছার আহমেদ, হাজ্বী আব্দুল মোতালিব, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ নুর মিয়া, হাজ্বী তৈয়ব উল্লা, হরে কৃষ্ণ চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিতিতে হবিগঞ্জ জর্জ কোর্টের সার্ভেয়ার মোঃ শাহজাহান মিয়া ঐ জায়গা সনাক্ত করে দেবউত্তর ভূমি সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দকে বুঝিয়ে দেন।
সার্ভেয়ার চলাকালীন অবস্থার এক পর্যায়ে শাহ মামদ মিয়া লন্ডনী তাদেরকে ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পঞ্চায়েতের ময়মুরুব্বির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। প্রায় ২০০বছর পূর্ব থেকে গ্রামের সনাতন ধর্মালম্বীরা বাউসা বাজার সংলগ্ন শাহ মামদ মিয়া লন্ডনী পার্শ্ববর্তী ১৮ শতক ভূমিতে প্রতি বছর অষ্টমী পূজা করে আসতেন। কিন্তু ১৯৭৭ইং সনে শাহ মামদ মিয়ার পিতা মৃত সুনা উল্লা দেব উত্তর সম্পত্তির আশপাশের সবটুকু ভূমি খরিদ করেন। তিনি মারা যাওয়ার পর পর্যায়ক্রমে শাহ মামদ মিয়া লন্ডনি উক্ত ভূমি তার বাড়ির এরিয়ার ভিতরে ঢুকিয়ে চতুরপার্শে¦ বাউন্ডারি দেয়াল নির্মাণ করে অষ্টমী পূজার স্থান বন্ধ করে দেন।
এ নিয়ে হিন্দু ধর্মলম্বীরা বাউসা গ্রামে পঞ্চায়েতের ধারস্থ হলে বিগত কয়েকমাস পূর্বে উপজেলার বিশিষ্ট ময়মুরুব্বীয়ান ও বাউসা গ্রামের হিন্দু ধর্মলম্বীদের লোকজন সহ বিরোধ পূর্ণ জায়গার নিষ্পত্তি করার জন্য বিশাল শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। পঞ্চাতের রায়ে শাহ মামদ লন্ডনীকে বলা হয়েছিল সনাতন ধর্মালম্বীদের ১৮ শতক ভূমি বিনিময় বা খরিদ করে তাদেরকে অন্যত্র স্থানান্তর করে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু শাহ মামদ মিয়া লন্ডনি এই জায়গা দেওয়া নিয়ে কালক্ষেপন করে এক পর্যায়ে জায়গা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে ২ পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গ্রামবাসী ও উপজেলার বিশিষ্ট ময়মুরুব্বীয়ান সার্ভেয়ারের সহায়তায় প্রায় বিশ বছর পর অষ্টমী পূজা করার জন্য দেব উত্তর সম্পত্তি তারা পুনঃরায় ফিরে পেল তারা। আজ বৃহস্পতিবার উক্ত স্থানে বাৎসরিক অষ্টমী পূজা ও প্রাচীণ ঐতিহ্যবাহী বারুণী অনুষ্ঠিত হইবে।