চুনারুঘাট প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চুনারুঘাট উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ।
তিনি বুধবার দুপুরে বিপুল সংক্ষক নেতাকর্মীদের নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহেরের নিকট মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক ও পাইকপাড়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, রানীগাঁও ইউপি ৪নং ওয়ার্ড আওয়ামীলী সভাপতি মফিজ উল্লা, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমান আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট মুরুব্বী আব্দুল বারিক, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক গাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উস্তার মিয়া, আওয়ামীলীগ আওয়ামীলীগ কর্মী ও মুরুব্বী ইউসুফ উল্লাহ, রানীগাও ইউনিয়ন যুবলীগের যুগ্নসম্পাদক সফিকুর রহমান খান, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামছুল হক, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আঃ হান্নান, সাংগঠনিক সম্পাদক সিরাজ মিয়া, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ উপজেলা কমিটির সদস্য ও যুবলীগ নেতা সেলিম মিয়া, যুবলীগ নেতা উস্তার আলী, মানিক মোল্লা মোঃ আকল মিয়া, সুজিত সরকার, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ৯নং ইউনিয়নের সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন সবুজ, যুগ্ন আহবায়ক দুলাল মিয়া, রানী ইউপি মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্ন আহবায়ক ও মুক্তিযোদ্ধা সন্তান তারেক মিয়া, মারাজ, আব্দুল কাইয়ুম, তাহির মিয়া, মনির, ফারুক, বিংরাজ, হিরন, এংরাজ মিয়া, আশিক, খালেকসহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ফারুক মাহমুদের সাথে উপস্থিত থেকে মনোনয়ন পত্র জমা দেন।
চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদ সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।