নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ খনকারীপাড়া গ্রামের শাহ চেরাগ কুতুব উদ্দিন আউলিয়ার মাজারকে নিয়ে পত্রিকায় সোহানের বিভিন্ন অপপ্রচার গ্রামের ভাবমুর্তি ও মাজার কমিটির মান সম্মান নষ্ট এবং মাজার উন্নয়ন পরিষদের নামে টাকা পয়সা আত্মসাতের যে পায়তারা করেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন গ্রামবাসী। অতীতে এ মাজার উন্নয়ন পরিষদ নামে কোন কমিটি ছিল না।
ভূয়া কমিটি দিয়ে কেই যাতে এ মাজারের কোন ক্ষতি করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখার আহবান জানিয়েছেন গ্রামবাসী। গত রবিবার রাতে এক সভায় সর্ব সম্মতিক্রমে শাহ চেরাগ কুতুব উদ্দিন আউলিয়ার মাজারকে হেফাজত রাখতে আব্দুল গফুর চৌধুরীকে উপদেষ্টা ও মহিবুর রহমান চৌধুরী কে খাদেম ১৩ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আবুল কাশেম চৌধুরী সভাপতি,সহ-সভাপতি আবু তালেব চৌধুরী ময়নু, সাধারন সম্পাদক আবু তাহের চৌধুরী টুনু, কোষাধ্যক্ষ ,নির্বাহী সদস্যরা হলেন আবু ছালেহ চৌধুরী, আবু সাইদ চৌধুরী, এহিয়া মিয়া চৌধুরী, আব্দুল মুকিত চৌধুরী, আবু মুসা চৌধুরী, খালেদ মিয়া চৌধুরী, রুহেল মিয়া চৌধুরী, উজ্বল আহমদ চৌধুরী।