এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরে আবারো চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের প্রথম দিনে কাগজপত্রবিহীন ৫টি মোটরসাইকেল আটক করে ২টি মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ ট্রাফিক পুলিশের এসআই তুহিন ও সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ সদর থানার সামনে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালায়। এ সময় ৫টি মোটরসাইকেল আটক করা হয়। পুলিশ জানায়, অভিযান অব্যাহত থাকবে।