চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে ৬শ” পিছ যৌন উত্তেজক ইয়াবা টেবলেট যুবকের হাত থেকে উদ্ধার করে পুলিশে দিয়েছে জনতা।
পুলিশ সুত্রে জানাযায় উপজেলার মিরাশী ইউনিয়নের আমিরপুর গ্রামের মৃত মনতাজ উল্লা মুন্সির পুত্র শাহ আলম(৩০)মঙ্গলবার দুপুরে পাকুড়িয়া গুচ্ছগ্রামের ভেতর দিয়ে উল্ল্যেখিত পিছ ইয়াবা বিক্রয় করার উদ্দেশ্যে আসলে ওইএলাকার লোকজনের নজরে পড়ে এসময় এলাকায় লোকজন শাহ আলমকে টেবলেটসহ আটক করে পুলিশে খবর দেয় ।
পুলিশের খবর শুনে উয়াবা বিক্রেতা শাহ আলম ইয়াবা টেবলেট ফেলে দিয়ে মারধর করে পালিয়ে যায়। পরে চুনারুঘাটের এস আই বিপ্লব ও এএস আই মলাইসহ একদল পুলিশ ঘটনার স্থল থেকে ৫শ সত্তর পিচ ও আধা ভাংঙ্গা ত্রিশ পিচসহ ছয়শ পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উদ্ধারকৃত টেবলেটের মুল্য প্রায় লক্ষাধিক টাকা হবে। এব্যপাওে চুনারুঘাট থানার অসি জানান এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা হয়েছে আসামী ধরতে অভিযান অব্যাহত রয়েছে।