নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুক্তার হোসেন আসন্ন ইউপি নির্বাচনে ৭নং নূরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্র জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ আওয়ামীলীগ কার্যালয়ে তিনি নৌকা প্রতীকের দলীয় মনোনয়নপত্র জমা দেন।
এসময় আলহাজ্ব মুক্তার হোসেন বলেন, মাঠের একজন সক্রিয় কর্মী হিসেবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন আমাকেই দেবে বলে দলের প্রতি আমি শতভাগ আস্থা রাখি।
মনোনয়ন প্রত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল,সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত,আবদুল্লাহ সর্দার সহ আওয়ামী পরিবারের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।