এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়ায় ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। রাত ১২ টার দিকে শহরের নাতিরাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে।
আটককৃতরা হচ্ছে-নাতিরাবাদের সাহিদ (৫০), রনজিত শীল (১৮) ও বেনু মিয়া (৫৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২ টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সুমন হাজরা শহরের নাতিরাবাদ এলাকায় অভিযান চালান। এ সময় ওই এলাকায় সন্দেহজনক ভাবে ওই এলাকার রিপু নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তার দেহ তল্লাসী করতে চাইলে তার সঙ্গীয় সাহেদ নামে অপর এক যুবক বাধা দেয়। এতে তাদের মাঝে বাদানুবাদের এক পর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে রিপুর দেহ তল্লাসীতে বাধার সৃষ্টি করে। এ ফাকে রিপু ও সাহেদ সটকে পড়ে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ এলাকায় সদর থানার পুলিশ পলাতক মাদক ব্যাসায়ীকে আটক করার জন্য সাড়াশি অভিযান চালাচ্ছে।