এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল রাতে ১২ লিটার মদ সহ ২ ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে- হরিপুর গ্রামের মৃত জবান উল্লাহর পুত্র খালেদ মিয়া (৫২) ও নাতিরাবাদ এলাকার মৃত মহব্বত আলীর পুত্র মেহরাজ মিয়া (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১ টার দিকে এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী শহরের শ্মশানঘাট মোড় থেকে ৫ লিটার দেশীয় মদ সহ মেহরাজ মিয়াকে আটক করেন।
অপর দিকে রাত ১০ টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই একে এম রাসেলের নেতৃত্বে পুলিশ শহরের কামড়াপুর ব্রীজ এলাকায় অভিযান চালায়। এ সময় ৭ লিটার দেশীয় মদসহ খালেক মিয়াকে আটক করে।