এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার কাগাউড়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি প্রার্থীর প্রচারণা মিছিল নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ প্রায় ২০ জন আহত হয়েছে। গত রবিবার রাত ১২ টা থেকে সোমবার দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।
গুরুতর আহত অবস্থায় মুকিদ মিয়া (২২), খোকন মিয়া (২২), শাহ মহিবুর রহমান (২৫), রাসেল মিয়া (২০), ফজলু মিয়া (২৮), আব্দুল মুনিম (৪৮), এখলাছ আহমেদ প্রিয় (২০), নুরুল ইসলাম (৩৫), নানু মিয়া (৩০) ও ধন মিয়া (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী শাহ কামরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী শাহ মাশউদ কোরেশেী মক্কীর পক্ষে গত রবিবার রাত ১২টায় নির্বাচনী মিছিল শুরু হয়।
মিছিলটি গুণই তিন রাস্তার মোড়ে পৌছলে তর্কবিতর্ক নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে একে উপরের উপর হামলা পাল্টা হামলা চালায়। এসময় দোকান পাট ও বাড়ি ঘরে লুটপাট করা হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এর জেরধরে গত সোমাবর বিকেলে ফের উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।