এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের সদর হাসপাতালের সামন থেকে সাইকেলসহ সুহেল মিয়া (১৩) নামে এক চোরকে আটক করেছে জনতা। পরে গণধোলাই ও কানে ধরে উঠবস করিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। সে মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল সদরের কালিগাছতলার বাসিন্দা জাকির হোসেন চৌধুরীর পুত্র। গতকাল সোমবার বিকেলে সদর হাসপাতালের প্রধান ফটক থেকে বাচ্ছু মিয়া নামে এক স্কুল ছাত্রের সাইকেল চুরি করে নিযে যাবার সময় জনতা তাকে আটক করে গণধোলাই দেয়।