নিজেস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে উমেদনগর গ্রামে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রীসহ ১০ জন আহত হয়েছেন । রবিবার রাত ৮ টায় এ ঘটনাটি ঘটে । আহত সূত্রে জানা যায়, কিতাব আলীর সাথে প্রতিবেশী আহাদ আলীর বিরোধ চলে আসছে ।
এ বিরোধের জের ধরে আহাদ আলী, হাসিম, শুকুর আলী, শাহেদ, মিজানসহ একদল দুবৃর্ত্ত কিতাব আলীর বাড়ি-ঘরে হামলা ভাংচূড় লুটপাট চালায় । তাদেরকে কিতাব আলী বাধা দিলে পিটিয়ে আহত করে । গুরুতর আহত অবস্থায় কিতাব আলী(৫০) তার স্ত্রী জয়তুন নেছা(৪৫), কন্যা কল্পনা(২০), জরিনা(১২), পপি(১০), ইয়াসিন আলী(১৫), জব্বার(১০), রাহুল(৮), ছালেক(১৪), ও আর অন্যান্যদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ।