নিজেস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে অনন্তপুরে স্কুল ছাত্রকে মারপিঠ করা অভিযোগে আয়াত আলী(৪০) কে আটক করেছে পুলিশ । সে একই গ্রামে ইমান আলী পুত্র । রবিবার রাত ৮ টায় সদর থানারএস আই পার্থ রজ্ঞণ চক্রবর্তী ও সুমন হাজরা সএকদল পুলিশ অভিযান চালিয়ে সদর হাসপাতালের সামনের পটক থেকে আটক করে।
পুলিশ জানায়, গত ৭ এপ্রিল সন্ধ্যায় ঐ গ্রামের আয়াত আলীর পুত্র সহ একদল দূর্বত্ত জে.কে এন্ড হাই স্কুলে ৭ শেথ্যণীর ছাত্র দুলালকে বেধরক মারধর করে। গুরুতর আহত অবস্থায় ১ম হবিগজ্ঞ সদর হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশংঙ্কা অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে ঐ ছাত্রের পিতা বাদি হয়ে সদর থানায় ১টি মামলা দায়ের করেন।