প্রেস বিজ্ঞপ্তি : শায়েস্তাগঞ্জে ফার্মাসিউটিক্যাল রি-প্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) ২০১৬ নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা করেন সিলভা ফার্মাসিউটিক্যালের প্রতিনিধি মোঃ রেজাউল করিম ভূট্টুর নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি। নির্বাচনে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক প্রণব পাল, প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মোঃ হুমায়ূন কবির সৈকত এবং শায়েস্তাগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল জলিল। নির্বাচনটি বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ৯৯% ভোটার উপস্থিত হয়ে নির্বাচনকে সফল করেন। নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হন কেমিস্ট ল্যাবরেটরীজ এর প্রতিনিধি মোঃ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক পদে নোভেল্টা বেস্টওয়ে লি. এর প্রতিনিধি মোঃ বিলাস ও সাংগঠনিক সম্পাদক পদে সোমাটেক ফার্মাসিউটিক্যাল এর প্রতিনিধি তাপস হালদার নির্বাচিত হন। নির্বাচনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।