স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের গোপায়া ইউনিয়নের পল্লী ট্যেকনিক্যাল ইন্সটিটিউটের সামনের রাস্তা থেকে রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এস আই রকিবুল ও এস আই পার্থের নেতৃত্বে এক বিশেষ অভিযানে একদল পুলিশ হবিগঞ্জের উল্লেখিত রাস্থা থেকে গোপায়া ইউ/পির সাবেক মেম্বার শফিক মিয়ার ছেলে আলী আজগর (৩০) এসময় তার আরেক সাথী একই এলাকার ব্যবসায়ী মতুর্জ আলীর ছেলে কালাম মিয়া (২৭) কে ১০ পিচ ইয়াবাসহ তাদেও ২জনকে আটক করেছে পুলিশ। রাত ৯টায় এই অভিযান চালানো হয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার রকিবুল হাসান জানান আমরা গোপন সংবাদেও ভিত্তিতে খবর পেয়ে এই অভিযান চালিয়ে তাদেরকে ১০ পিচ ইয়াবাসহ আটক করেছি।