উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের তালিকার কাজ প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।
ইতিমধ্যে ৬ ইউনিয়নে একক প্রার্থী তালিকা দলীয় প্রধান কেন্দ্রে প্রেরণ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ১৩ টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা হলেন, ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামীল নেতা সমর চন্দ্র দাশ, ২ নং বড় ভাকৈড়(পূর্ব) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়মীলীগ নেতা মেহের আলী মহালদার, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ জামাল হোসেন, ৪ নং দীঘলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়শীলীগ নেতা আবু সাঈদ এওলা মিয়া, ৫নং আউশকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. দিলাওর হোসেন, ৬ নং কুর্শি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি আলী আহমদ মুছা, ৭ নং করগাঁও ইউনিয়নে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাস রানা, ৮ নং সদর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, ৯ নং বাউশা ইউনিয়নে সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক।
১০ নং দেবপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল মুহিত চৌধুরী, ১১ নং গজনাইপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, ১৩ নং পানিউমদা ইউনিয়ন আতাউর রহমান। ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৯৫৭। নির্বাচনকে কেন্দ্র করে নবীগঞ্জের সর্বত্র উৎসবমুখর পরিবেশের বিরাজ হয়েছে। উল্লেখ্য আগামী ২ রা মে এবং ২৮ শে মে দুই দফায় নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে।