এম এ আই সজিব ॥ চুরির অভিযোগে হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকা থেকে ৪ ছিচকে চোরকে আটক করেছে জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটকরা হল ঃ সদর উপজেলার মির্জাপুর গ্রামের মিন্টু মিয়া (২৫), মঞ্জব আলীর পুত্র হান্নান মিয়া (৩০), করম আলীর পুত্র আব্দুল হাই (৩৫) ও সিলেট ওসমানি নগর এলাকার মামুন মিয়ার পুত্র খলিল মিয়া (২৫)। গত বুধবার দিবাগত রাতে তারা ওই এলাকার ফয়সল আহমেদের বাড়িতে চুরি করে পালিয়ে যাবার সময় জনতা তাদেরকে আটক করে উত্তম মধ্যম দেয়। খবর পেয়ে সদর থানার এসআই সুমন হাজরার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে।
এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় বজ্রপাতে সাবেক মহিলা কাউন্সিলরের বিদেশী কুকুরের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে হবিগঞ্জ শহরে শিলা বৃষ্টি হয়। এ সময় বিকট আকারে কয়েকটি বজ্রপাত হয়।
এ বজ্রপাতে রাজনগর এলাকার বাসিন্দা হবিগঞ্জ পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানার বাসার পালিত বিদেশী একটি কুকুর বজ্রপাতে মারা যায়। লাভলী সুলতানা জানান, তার কুকুরটি তার শখের ছিল।
তিনি বিদেশ থেকে এটি আনিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে কুকুরটিকে মাটি চাপা দেয়া হয়েছে।