মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকেঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অ্যাসিসিটিভ ডিভাইস বিতরণ অনুষ্টান ২০১৫ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার প্রতিবন্দ্বী শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার ও চশমা বিতরণ করা হয়।
নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার। শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি দিপ্তেন্দু নারায়ন রায়, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শামিম চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমূখ।
অনুষ্টানে প্রধান অতিথি প্রতিবন্দ্বী শিক্ষার্থীর মধ্যে ৮ হুইল চেয়ার ও ২০ চশমা বিতরণ করেন।