মোঃ রহমত আলী ॥ বানিয়াচং উপজেলা রিসোর্স সেন্টারে ২১ দিন ব্যাপী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ শুরু হয়েছে। ৬ এপ্রিল বুধবার সকাল ১০টায় উপজেলা রিসোর্স সেন্টারে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের স্কুল মুখী করার কৌশল বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউআরসি ইন্সট্রাক্টর মেসবাহ উদ্দিন আহম্মেদ।
প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস.এম সুরুজ আলী।
প্রধান অতিথি মমিন স্কুল প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কল্যানের স্বার্থে নির্বাচনকালীন সময়ে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান মেম্বার প্রার্থীদেরকে পৃথক পৃথক স্কুল পরিদর্শনের আহ্বান জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় সরকার প্রতিনিধিদের আসার অনাগ্রহী প্রবনতা ও জড়তা দূর করা মূখ্যম সময় উলেখ করে বিভিন্ন কৌশল অবলম্বনের আহ্বান জানান।
এসময় স্ব-স্ব স্কুলের অবস্থা ও পরিবেশ উলেখ করে বক্তৃতা করেন প্রশিক্ষণার্থী শিক্ষক কমলেন্দ্র ভট্টাচার্য্য, আঃ আহাদ, প্রবীন চন্দ্র দেব, মোঃ শাহজাহার মিয়া, রাজ বিহারী বৈষ্ণব, ছায়া রানী দাশ, রাহেনা আক্তার, ফাতেহা বেগম, মনোয়ারা বেগম, কামনা রাম, দিপালী রানী দাস, মাজেদা বেগম, কবীর আহমেদ, গোপিকা রঞ্জন দাস, শেখ মোহাম্মদ আবুল মনছুর, মোহাম্মদ আব্দুল মতিন, গনেশ চন্দ্র দাশ, মৃত্যুঞ্জয় দেব, ডলি বেগম পারুল রানী দাশ, রুনা আক্তার চৌধুরী, কামরুন্নাহার, মোছাম্মৎ মমতাজ বেগম, রন্টু কুমার পুরকায়স্থ প্রমুখ। পরে চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন ও সাংবাদিক এস.এম সুরুজ আলী যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, শরীফখানি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তারাসই সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ছাত্রছাত্রী সমাবেশে বক্তৃতা করেন। এছাড়া শরীফখানী শেখেরহাটিতে অনুষ্ঠিত ফ্রি চক্ষু চিকিৎসার আয়োজকদের সাথে সাক্ষাৎ করে অনুকরনীয় মানবিক সেবা প্রদানের জন্য ধন্যবাদ জানান।