নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে জাতীয় পার্টির দলীয় ফরম সংগ্রহ করেছেন জাপা নেতা আতাউর রহমান চৌধুরী নোমান।
বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু এমপি’র হাত থেকে উক্ত ফরম সংগ্রহ কালে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, জাপা’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, জাপা নেতা ফয়জুল ইসলাম দিনু, সদর ইউপির সভাপতি সিরাজুল ইসলাম, জাপা নেতা আবু ইউছুপ, উপজেলা যুব সংহতির আহ্বায়ক নুরুল আমীন পাঠান, যুগ্ম আহ্বায়ক মোজাহিদ আহমেদ চৌধুরী শাহীন, সিনিয়র সদস্য সাইফুল ইসলাম খোকা, সাবেক পৌর ছাত্র সমাজের সদস্য সচিব লিটন সুত্রধর, শামীম চৌধুরী, শেখ সোহেল, নুর মিয়া, শেখ জামাল, অলিউর রহমান অলি, সুজন মিয়া, আব্দুস ছামির চৌধুরী, কামরুল হাসান, দোয়েল চৌধুরী, কাউছার আহমেদ, মোশাহিদ আলী প্রমূখ।
এ সময় এমএ মুনিম চৌধুরী বাবু এমপি আসন্ন ইউপি নির্বাচনে পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ’র লাঙ্গল প্রতীক ভোট ও সহযোগিতা করার জন্য সকলকে ঐক্যবন্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ প্রদান করেন।