সৈয়দ শাহান শাহ পীর : – বাংলাদেশের অলিকুল শিরমণী হযরত শাহ জালাল (রঃ) এর স্মৃতি বিজরীত ঐতিহাসিক সুতাং সুরাবই গ্রামের আহলে সুন্নাতু ওয়াল জামাতের সুন্নি সম্মেলনের ওয়াজ মাহফিল বুধবার অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার সুতাং সুরাবই গ্রামের খাড়ামাড়া ইসলামিক যুবসংঘের উদ্দ্যোগে এবং এ যুগের ইসলামিক চিন্তাবিদ পীরজাদা সৈয়দ গাজিউর রহমান এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে দেশবরণ্য মাওলানা পীর মাশায়েক বক্তাগণের ওয়াজ নছিয়তের মাধ্যমে সম্মেলন শেষ হয়।
উল্লেখ্য, উক্ত সম্মেলন পরিচালনা করেনঃ হাফেজ মোঃ শফিকুল ইসলাম।