সিলেট প্রতিনিধি : সিলেটে একদিনের বজ্রপাতে শিশুসহ ৪জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বৃষ্টিপাতের সময় সিলেট নগরী, জেলার কোম্পানীগঞ্জ উপজেলা, সুনামগঞ্জের ছাতক ও মৌলভীবাজারের হাকালুকি হাওরে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর ঘাসিটুলায় হঠাৎ বজ্রপাত হলে নিহত হয় কলি বেগম (১২) নামের এক শিশু। সে ঘাসিটুলার ইরানী কলোনির বাসিন্দা আজিজুল মিয়ার মেয়ে। এসময় তার খেলার সাথী শিউলিও আহত হয়। কলিকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে।
সকালে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস নামক হাওরে বজ্রপাতে আব্দুর রহমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বউলা গ্রামের মিছির আলীর ছেলে। স্থানীয়রা জানান, ইছাকলস ধুপড়ি হাওরে বোরো ধান কাটার সময় বৃষ্টিপাত শুরু হয়। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করার পর নিহতের পরিবারের লোকজন লাশ নিয়ে যান।
এদিকে, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওরে বজ্রপাতে রশিদ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় হাকালুকির দলীয়ার হাওরে ঘটনাটি ঘটে। রশিদ আলী উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মীরশংকর গ্রামের মৃত উস্তার আলীর ছেলে।