এম এ আই সজিব ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুবিদপুর নামক স্থানে ট্রাকটার ও সি.এন.জি সংঘর্ষে মহিলা ও শিশুসহ ১০ জন আহত হয়েছে। সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, বানিয়াচং থেকে লাখাই’র করাব বেলেশ্বরী মেলায় যাচ্ছিল। সুবিদপুর পৌছলে একটি দ্রুতগামী ট্রাকটার সি.এন.জিকেকে ধাক্কা দেয়। এতে সি.এন.জি গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সি.এস.জি ড্রইভার ও ট্রাকটাররের ড্রইভাকেও সিলেট প্রেরণ কনা হয়। সিলেট যাওয়ার পথেই সি.এন.জি ড্রাইভারের মৃত্যু হয়। জেলা সি.এন.জি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেণ।
গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ জেলার শালা উপজেলার ডুমরা গ্রামের কানু দাসের স্ত্রী পারুল দাস, কৌশিক দাস, মনি রাণী দাস, তুষার দাস, আরতি দাস ও চালক বৃকেশ দাসকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে গাড়িগুলো সরালে যান চলাচল স্বাভাবিক হয়।