এম এ আই সজিব ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামে খাইরুন্নেছা (২৫) নামের এক গৃহবধুকে ধর্ষণ করেছে লম্পট। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাইরুন্নেছা ওই গ্রামের আব্দুল আওয়ালের স্ত্রী তিন সন্তানের জননী।
খাইরুন্নেছা জানায়, তার স্বামী আব্দুল আওয়াল জীবিকার তাগিদে সিলেটের দরগা গেইটের পাঁচ ভাই হোটেলে কাজ করে।
এ সুযোগে প্রায়ই তার প্রতিবেশী লম্পট সম্পর্কে দেবর প্রায়ই খাইরুন্নেছাকে কুপ্রস্তাব দিত। খাইরুন্নেছা রাজি না হলে আলা উদ্দিন ক্ষিপ্ত হয়ে উঠে। গত শনিবার দিবাগত গভীররাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে লম্পট দেবর ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ খাইরুন্নেছাকে ধর্ষণ করে পালিয়ে যায়।