এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পুরাতন হাসপাতাল সড়ক এলাকায় পৌর পাঠাগারের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। ওই দোকানে দীর্ঘদিন ধরে এক ব্যক্তি ব্যবসা করে আসছেন।
ফলে সরকার প্রতি বছর লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। তবে ওই ব্যক্তির দাবি পাঠাগারের দায়িত্বে থাকা গোপাল চক্রবর্তী নামের এক ব্যক্তি তার কাছ থেকে প্রতিমাসে ভাড়া নিচ্ছে।
জানা যায়, ওই সড়কের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করে নিউ লোকনাথ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলা হয়েছে। ওই প্রতিষ্ঠানের মালিক বিভু দাস জানান, তিনি ২০ হাজার টাকা জামানত দিয়ে গোপাল চক্রবর্তীর কাছ থেকে এ জায়গা বরাদ্দ নিয়ে দোকান ঘর নির্মাণ করেছেন এবং মাসে মাসে ভাড়া দিচ্ছেন। তবে এ দোকানের ভাড়া প্রতি মাসে ১০ হাজার টাকা ও সিকিউরিটি ১০ লাখ টাকা হবে বলে অনেকেই মনে করছেন।
এ ব্যাপারে গোপাল চক্রবর্তীর সাথে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে চাননি।