বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় মাল বোঝাই ট্রাকে আগুনের ঘটনা ঘটেছে।মঙ্গলবার ভোরে উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল রোডের বানিয়াঁও নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত স্থানে টাইলস বোঝাইকৃত ট্রাকটির (ঢাকা মেট্রো ট-০২-০৭৪৪) ইঞ্জিন বিকল অবস্থায় দিনের বেলা থেকে পড়ে থাকতে দেখা যায়। আজ ভোরে বাহুবল মডেল থানার টহলরত পুলিশ গাড়িতে আগুন দেখতে পান। তখন পুলিশ গাড়ির ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকা ড্রাইভার ও হেলপারকে ডেকে তোলে স্থানীয় জনতার সহায়তায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সকালে গাড়িতে থাকা গাড়ির মালিক তারেক প্রতিনিধিকে জানান, ট্রাকে কিভাবে আগুন লেগেছে তিনি জানেন না। টহলরত পুলিশের ধারনা সিগারেটের আগুন থেকে এই দূর্ঘটনা ঘটতে পারে। পরে সকালে শ্রীমঙ্গল হাইওয়ে থানার এসআই নানু খবর পেয়ে সকাল ১১ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন।আগুনে গাড়ি ও মালামালের তেমন কোন ক্ষতি লক্ষ করা যায়নি।